রাজধানীর তুরাগে ভয়াবহ অগ্নিকান্ড
বি এ রায়হান, গাজীপুর:
রাজধানীর তুরাগের রানাভোলা ৬নং বালুরমাঠ বস্তীতে আগুনে প্রায় দেরশতাধিক ঘর পুড়ে গেছে।
সকাল আনুমানিক ১১ টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে টঙ্গী ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, লকডাউন থাকার ফলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে সেখান থেকে আরও তিনটি ইউনিট এসে কাজে যুক্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগ্নিকান্ডের সুত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।